
সীমান্ত এলাকায় জেলেদের জীবন বরাবরই চ্যালেঞ্জের মুখে। তবে সম্প্রতি সাতক্ষীরার শ্যামনগর সীমান্তে এক ঘটনায় বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) প্রমাণ করেছে, দেশের সার্বভৌমত্ব ও নাগরিক সুরক্ষায় তারা সদা প্রস্তুত।
গত ১৫ এপ্রিল রাতে, ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে। সুন্দরবনের বয়ারসিং এলাকায় মাছ ধরারত জেলেদের তিনটি নৌকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
এই ঘটনায় আটজন জেলে আতঙ্কিত হয়ে সুন্দরবনের গহীনে আশ্রয় নেন। কেউ কেউ গাছে রাত কাটিয়ে, আবার কেউ নদী সাঁতরে বা হেঁটে নিজ গ্রামে ফিরে আসেন।
ঘটনার পরপরই বিজিবি তীব্র প্রতিবাদ জানায় এবং বিএসএফের সাথে দুই দফা পতাকা বৈঠক করে।
এই বৈঠকে উপস্থিত ছিলেন:
বিজিবির পক্ষ থেকে: কৈখালী ক্যাম্প কমান্ডার সুবেদার আবু বক্কার
বিএসএফের পক্ষ থেকে: শমসেরনগর ক্যাম্প কমান্ডার রাহুল বার্মা
এই কূটনৈতিক উদ্যোগের ফলেই ২০ এপ্রিল (৫ দিন পর) সকাল ১১টার দিকে কালিন্দি নদীর জিরো পয়েন্টে বিএসএফ জেলেদের নৌকাগুলো ফেরত দেয়।
ফেরত পাওয়া সম্পদ
ফেরত পাওয়া জিনিসপত্রের মধ্যে ছিল:
৩টি মোটরচালিত মাছ ধরার নৌকা
জেলেদের ব্যবহৃত জাল, দোরা, বাজারের মালামাল ও অন্যান্য সামগ্রী