
বাংলাদেশের কৃষকরা প্রতিবছর আমের মৌসুমে বড় একটা চ্যালেঞ্জের মুখে পড়েন—কীভাবে পাকা আম দ্রুত দেশের বিভিন্ন প্রান্তে পাঠাবেন, যাতে নষ্ট না হয় আর ভালো দাম পান। এবার এই সমস্যার দারুণ এক সমাধান নিয়ে এসেছে বাংলাদেশ ডাক বিভাগ।
কি করছে ডাক বিভাগ?
ডাক বিভাগ ঘোষণা দিয়েছে—তারা ২৪ ঘণ্টার মধ্যেই দেশের ২৫টি জেলায় আম পৌঁছে দেবে, স্পিড পোস্টের মাধ্যমে। যারা আম চাষ করেন, তাদের জন্য এটা অনেক বড় সুযোগ। এর ফলে কৃষকরা অল্প খরচে, নিরাপদে এবং দ্রুত দেশের বিভিন্ন প্রান্তে আম পাঠাতে পারবেন।
কোন কোন জেলায় ২৪ ঘণ্টায় আম যাবে?
রাজশাহী, ঢাকা, খুলনা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, বগুড়া, নাটোর, পাবনা, দিনাজপুরসহ মোট ২৫টি জেলা এই সেবার আওতায় এসেছে। অর্থাৎ যদি আপনি রাজশাহীতে থাকেন, আর ঢাকায় কাউকে আম পাঠাতে চান—তাহলে পরদিনই সেই আম ঠিক জায়গায় পৌঁছে যাবে।
বাকি জেলাগুলোতে?
বাকি আরও ২১টি জেলায় আম পৌঁছাবে ৪৮ ঘণ্টার মধ্যে। যেমন চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, নোয়াখালী ইত্যাদি। তাও দ্রুতই বলা যায়।
খরচ কেমন?
খরচটা খুবই সাধ্যের মধ্যে:
প্রথম কেজি: ১০ টাকা
পরের প্রতি কেজি: ৫ টাকা
একবারে সর্বোচ্চ ৩০ কেজি পর্যন্ত পাঠানো যাবে
অর্থাৎ আপনি যদি ১০ কেজি আম পাঠান, তাহলে খরচ হবে মোট ১০ + (৯ × ৫) = ৫৫ টাকা!
কীভাবে পাঠাবেন?
১. আপনি আপনার কাছাকাছি ডাকঘরে যাবেন
২. স্পিড পোস্ট কাউন্টারে গিয়ে আম বুকিং করবেন
৩. মোবাইলে একটা মেসেজ আসবে, যেটা রিসিভারকে দেখাতে হবে পণ্য নিতে
এই উদ্যোগ কেন গুরুত্বপূর্ণ?
কৃষকদের আয় বাড়বে: কারণ তারা এখন আর মধ্যস্বত্বভোগীদের উপর নির্ভরশীল নয়
পচে যাওয়ার ভয় কমে যাবে: সময়মতো আম পৌঁছে যাবে
দেশজুড়ে ভালো আম পাওয়া যাবে: কেবল রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জে আটকে থাকবে না