
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমদ বাদাবি আর নেই ২০২৫ সালের ১৪ এপ্রিল (সোমবার) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কুয়ালালামপুরের জাতীয় হার্ট ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
Most Viewed Posts
- বর্তমানে ভিক্ষুকের ইনকাম এর পরিমাণ অনেক চাকরিজীবীকেও পেছনে ফেলে দেয়। সরকারি পুনর্বাসন উদ্যোগ সরকার ভিক্ষাবৃত্তি কমাতে বিভিন্ন পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করেছে। ২০১৭-১৮ অর্থবছরে ৫৮টি জেলায়…
- অতিরিক্ত টাকা না দেওয়ায় ২০২৫ সালে পরীক্ষায় বসতে পারলেন না অনেক শিক্ষার্থী অতিরিক্ত টাকা না দেওয়ায় ২০২৫ সালে পরীক্ষায় বসতে পারলেন না অনেক শিক্ষার্থী২০২৫ সালে এসএসসি ও…
- কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ২০২৫ বিশ্বজুড়ে যখন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ক্রমেই বেড়ে চলেছে, তখন এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত…
তিনি কিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন এবং পরে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। শেষ সময়ে তাঁর প্রিয়জনেরা তাঁর পাশে ছিলেন। মৃত্যুর খবরটি তাঁর জামাতা ও মালয়েশিয়ার সাবেক স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালউদ্দিন নিশ্চিত করেন।
আব্দুল্লাহ আহমদ বাদাবি ছিলেন মালয়েশিয়ার পঞ্চম প্রধানমন্ত্রী। তিনি ২০০৩ সালে মাহাথির মোহাম্মদের পর এই পদে দায়িত্ব নেন এবং ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তাঁর শাসনামলে তিনি দুর্নীতিবিরোধী অভিযানে জোর দেন, শান্তিময় ইসলামিক মূল্যবোধ তুলে ধরেন এবং দেশের অর্থনীতি ও প্রযুক্তি খাতে উন্নয়নের চেষ্টা করেন।
তবে কিছু কঠিন সিদ্ধান্ত—বিশেষ করে জ্বালানি ভর্তুকি কমানোর মতো বিষয়—তাঁর জনপ্রিয়তায় প্রভাব ফেলে। এর ফলে ২০০৮ সালের নির্বাচনে তাঁর জোট সংসদে আগের মতো সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারেনি।
তাঁর মৃত্যুতে মালয়েশিয়ার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, “বাদাবি মালয়েশিয়ার ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন, তা জাতি চিরকাল মনে রাখবে।”
আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন।