ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫
  1. আন্তর্জাতিক
  2. খেলাধুলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. প্রযুক্তি
  6. সারাদেশ

সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের টাঙ্গাইলের ৮টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষনা

প্রতিবেদক
admin
আগস্ট ৬, ২০২৫ ৮:৫৫ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের টাঙ্গাইল জেলার ৮টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা ঘোষনা করা হয়েছে। খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, জনগণের প্রকৃত কল্যাণের স্বার্থে সৎ ও যোগ্য ব্যক্তিদেরকে সংসদে পাঠাতে হবে। পরকালীন জবাবদিহিতার ভয়ে ভীত জনগণের কোন নেতা রাষ্ট্রের সম্পদ চুরি ও লুণ্ঠন করতে পারেন না। কর্তৃত্ব নয় সেবা পরায়ণতাই হচ্ছে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নেতৃত্বের অন্যতম গুণাবলী।জুলাই গণঅভুত্থানের পর সাধারণ মানুষ নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছে সে স্বপ্ন পূরণে এই আদর্শবাদীদের এগিয়ে আসতে হবে। আমাদেরকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। সংশ্লিষ্ট আসনে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। নির্বাচনে বিজয় নিশ্চিত করে ঘরে ফিরতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের (দেওয়াল ঘড়ি) প্রতীকে ঢাকা বিভাগের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

ঢাকা মজলিস মিলনায়তনে আমীরে মজলিস মাওলানা আবদুল বাছিত আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্ভাব্য প্রার্থীদের গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা সাইয়েদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, মাওলানা শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন প্রমুখ।সভায় ঢাকা বিভাগের সংসদীয় আসন সমূহের সম্ভাব্য প্রার্থীরা স্ব স্ব এলাকার সাংগঠনিক অবস্থা ও তৎপরতার রিপোর্ট পেশ করেন। সভায় ঢাকা বিভাগের ৫৬টি সংসদীয় আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। টাঙ্গাইল জেলার ৮টি আসনে সম্ভ্যাব্য ঘোষিত প্রার্থীরা হলেন-
টাঙ্গাইল-১ মাওলানা কে এম আনসার আলী, টাঙ্গাইল-২ মুফতি আব্দুল মালেক, টাঙ্গাইল-৩ মুফতি বছির উদ্দিন বিপ্লবী, টাঙ্গাইল-৪ মুফতি আবদুর রহমান মাদানী, টাঙ্গাইল-৫ মাওলানা ছানোয়ার হোসেন সরকার, টাঙ্গাইল-৬ আব্দুল মান্নান সেখ, টাঙ্গাইল-৭ অধ্যাপক মুফতি আবু তাহের তালুকদার, টাঙ্গাইল-৮ মাওলানা শহীদুল ইসলাম।

সর্বশেষ - প্রযুক্তি

আপনার জন্য নির্বাচিত

সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের টাঙ্গাইলের ৮টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষনা

বাচ্চাদের হাফপ্যান্ট। সুতি কাপড়ের

নিরাপত্তা জোরদারে অ্যাপলের নতুন আইওএস আপডেট

দ্রুজ ও বেদুইন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নিহত অর্ধশতাধিক

চার টেরাবাইট ব্যান্ডউইথ সরবরাহে মাইলফলক ছুঁয়েছে বিএসসি পিএলসি 

গবেষণা কিভাবে শুরু করবেন? পড়ুন বিস্তারিত

পাসওয়ার্ডের নিরাপত্তায় কার্যকরী অভ্যাস গড়ে তোলা জরুরি

খেলাফত মজলিস টাঙ্গাইল জেলা শাখার নির্বাহী বৈঠক ও নির্বাচনী পরিকল্পনা সভা অনুষ্ঠিত!

শিশুদের জন্য আরামদায়ক ও স্টাইলিশ ফ্লোরাল ড্রেস।

আপনার পুরনো পিসিতে উইন্ডোজ ১১ ইনস্টলের জন্য Flyby11 কীভাবে ব্যবহার করবেন?