ঢাকাবুধবার , ১৩ আগস্ট ২০২৫
  1. আন্তর্জাতিক
  2. খেলাধুলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. প্রযুক্তি
  6. সারাদেশ

দেলদুয়ারে ব্যবসায়িক দ্বন্ধের জেরে মধ্যরাতে মাটির ট্রাকে আগুন; ব্যবসায়ীসহ কর্মচারীগণের বিলাপ!

প্রতিবেদক
admin
আগস্ট ১৩, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ণ

রুবেল আহামেদ:

গত ১০ই আগষ্ট ২০২৫ ইং রোজ রবিবার, রাত আনুমানিক ১ টা বেজে ৪০ মিনিট। গ্রামের চারদিকে নিরবতা, নিস্তব্দ পরিবেশ। ঝিঝি পোকার এক নাগারে ডাক। চাঁদের  আলোটা মেঘের কারনে ম্লান হওয়ার পথে। মাঝে মাঝে কুকুরের ঘেউ ঘেউ ডাকে টাঙ্গাইল জেলার, দেলদুয়ার থানার, কুইচতারা গ্রামে হয়তোবা মধ্যরাতে কারো ঘুম ভেঙ্গে যায়। সেই সূত্রেই, গ্রামের প্রত্যক্ষদশী মোঃ বাবুল মিয়ার (৪০) ঘুমটা ভেঙ্গে যায়। তার দৃষ্টি গিয়ে পড়ে গ্রামের একমাত্র প্রাইমারী স্কুলের সামনের রাস্তায় দাঁড় করিয়ে রাখা মাটি ভরাট করার ট্রাকটায় যেন দাউ দাউ করে আগুন জ্বলছে। তৎক্ষনাৎ বাবুল মিয়া ট্রাকের মালিক মোঃ মিল্টন মিয়া (৩৫) কে মোবাইল ফোনে দূর্ঘটনার বিষয়টি জানায় যে তার ট্রাকে অজ্ঞাতনামা কেউ আগুন দিয়েছে। মিল্টন এক মুহূর্ত কালবিলম্ব না করে স্পটে এসে যা দেখলেন তাতে নিজেকে নিয়ন্ত্রণে করাটা কঠিন। তবুও দাঁতে দাঁত চেপে মিল্টন দেলদুয়ার ফায়ার সার্ভিসের হেল্প নম্বরে ফোন করার পরও সময় মতো ফায়ার ফাইটাররা ঘুম নষ্ট করে আসার প্রয়োজন মনে করেনী। তাই মিল্টন মিয়া মোটর সাইকেল নিয়ে, স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীদের ঘুম ভাঙ্গিয়ে অগ্নিকান্ডের স্থানে নিয়ে যায়। কিন্তু, আগুন নেভানোর আগেই পুড়ে ছাই হয়ে যায় মিল্টনের মাটি ভরাটের ট্রাক। 

ঘটনার সূত্রপাত হয় আজ থেকে আড়াই বছর আগে, যখন মিল্টন প্রবাস জীবন পার করে ট্রাকের ব্যবসায় নাম লেখান। তার বিরোধী পক্ষের লোকেরা বিভিন্নভাবে তাকে ট্রাকের ব্যবসা থেকে নিবৃত করার চেষ্টা করে। এমনকি তার পিতাকে দিয়েও ব্যবসায় জড়িত না হবার জন্য বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করতে থাকে। কিন্তু, মিল্টন তার বিরোধী পক্ষের হুমকিকে উপেক্ষা করে আল্লাহর নামে গাড়ী কিনে কাজ করতে থাকে এবং অল্প সময়ে সে তার ব্যবসা বৃদ্ধি ও নতুন নতুন কাজ পেতে থাকে। যা তার প্রতিদ্বন্ধীদের রক্ত চক্ষুর কারন হয়। মধ্যরাতের মুল রাস্তার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ চেক করলে দেখতে পাওয়া যায়, মোটর সাইকেলে লুঙ্গী পরিহিত অজ্ঞাতনামা এক ব্যক্তি, দুইজন ব্যক্তিকে নির্দেশনা দিচ্ছে, তারা কোথাও দৌড়ে যাচ্ছে। ভিক্টিমের সাথে কথা বলে জানা যায়, দেলদুয়ার থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত ওসি তদন্ত জনাব মোঃ সোহেব খানের সাথে মুঠোফোনের মাধ্যমে জানা যায়, তিনি উক্ত বিষয়টি সম্পর্কে অবগত আছেন। তিনি আর ও জানান, ট্রাকে আগুন লাগার বিষয়টি তদন্তনাধীন আছে, উপযুক্ত প্রমান ও আসামীদের সম্পর্কে খোঁজ পাউয়া মাত্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মিল্টন বলেন, প্রশাসনের কাছে আমার সাথে করা অন্যায়ের দৃষ্টান্তমূলক বিচার প্রার্থনা করি। কুইচতারা গ্রামে উক্ত বিষয়টি নিয়ে বেশ চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।

সর্বশেষ - প্রযুক্তি

আপনার জন্য নির্বাচিত