তারিখ: ২০ জুলাই ২০২৫,স্থান: সুয়েইদা, সিরিয়া নিউজ ডেস্ক
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েইদা প্রদেশে দ্রুজ সম্প্রদায় এবং সুন্নি বেদুইন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গত এক সপ্তাহে অন্তত ৫৪ জন নিহত এবং ৮৭,০০০-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
সংঘর্ষের শুরু
দ্রুজ সম্প্রদায়ের এক ব্যবসায়ীকে অপহরণ এবং পরে হত্যার অভিযোগে এই দাঙ্গার সূত্রপাত ঘটে। বেদুইন গোষ্ঠীকে অভিযুক্ত করে দ্রুজ মিলিশিয়ারা পাল্টা হামলা চালায়। দ্রুত পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তা স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে বড় পরিসরে ছড়িয়ে পড়ে।
কে কার বিরুদ্ধে?
দ্রুজ মিলিশিয়া: সুয়েইদা মিলিটারি কাউন্সিল, মেন অব ডিগনিটি প্রভৃতি গোষ্ঠী সংঘর্ষে সক্রিয় ভূমিকা নেয়।
বেদুইন গোষ্ঠী: সিরিয়া সরকারের মদদপুষ্ট কিছু বেদুইন গোষ্ঠী সংঘর্ষে অংশ নেয় বলে অভিযোগ রয়েছে।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া
ইসরায়েল ইতিমধ্যেই সিরিয়ার একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে। তাদের দাবি, “দ্রুজ জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে তারা এই পদক্ষেপ নিয়েছে।”
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তুরস্ক সংঘর্ষ বন্ধে যৌথভাবে যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে এবং স্থানীয় অস্ত্রধারী গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে।
মানবিক বিপর্যয়
জাতিসংঘের মতে, এই সংঘর্ষে মোট ১২৮,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং কয়েকটি গ্রামে চিকিৎসা, খাদ্য ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। বহু শিশু ও বয়স্ক ব্যক্তি সীমান্তবর্তী এলাকায় আশ্রয় নিয়েছেন।
শান্তির সম্ভাবনা?
সরকার ঘোষিত একতরফা যুদ্ধবিরতি এখনও পুরোপুরি কার্যকর হয়নি। সংঘর্ষ থেমে গেলেও, উত্তেজনা এখনো বিরাজ করছে। আন্তর্জাতিক মহল সতর্ক করছে, অবিলম্বে সমঝোতা না হলে এই সংকট আরও জটিল আকার নিতে পারে।