ঢাকাশুক্রবার , ১৮ জুলাই ২০২৫
  1. আন্তর্জাতিক
  2. খেলাধুলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. প্রযুক্তি
  6. সারাদেশ

৪ ট্রেন ভাড়া করল জামায়াত, ভাড়া পড়ল কত?

প্রতিবেদক
admin
জুলাই ১৮, ২০২৫ ৩:১৮ অপরাহ্ণ

এম নাজমুল হক

জামায়াতের ট্রেন ভাড়া করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। রেলওয়ের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগও তুলেছেন কেউ কেউ।রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের সমাবেশে নেতাকর্মীদের আনা-নেওয়ার জন্য চার জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

এসব ট্রেনের মধ্যে একটি ছাড়বে রাজশাহী থেকে; একটি সিরাজগঞ্জ থেকে; একটি চট্টগ্রাম থেকে; আরেকটি ময়মনসিংহ থেকে। 

সমাবেশ উপলক্ষে জামায়াতের ট্রেন ভাড়া করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে। রেলওয়ের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগও তুলেছেন কেউ কেউ।সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব সমালোচনা শুরুর পর এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেয় রেলপথ মন্ত্রণালয়। 

সেখানে বলা হয়, “বিষয়টি কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে। তারা রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রেন পরিচালনার অনুমতির ইতিহাস বা নজীর না জেনে পক্ষপাতমূলকভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।”

রেলওয়ে বলছে, “এখানে ট্রেন পরিচালনার স্বাভাবিক নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি। অতীতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি উপলক্ষে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ ট্রেন পরিচালনার নজির রয়েছে৷ ”চার জোড়া ট্রেন ভাড়া নিতে জামায়াতকে কত টাকা গুনতে হচ্ছে, সামাজিক যোগাযোগও মাধ্যমে সেই কৌতূহলও প্রকাশ করেছেন মানুষজন। 

কেউ কেউ বলছেন, চার জোড়া ট্রেন ভাড়া করতে ৫০ লাখ টাকার মতো গুনতে হয়েছে জামায়াতকে। 

তবে রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “জামায়াতে ইসলামীর সমাবেশ উপলক্ষে তারা প্রায় ৩২ লাখ নগদ টাকায় বিশেষ ট্রেনের ভাড়া অগ্রিম পরিশোধ করেছে, যার ফলে রেলের আয় বৃদ্ধি পেয়েছে।“এটি বাংলাদেশ রেলওয়ের একটি বাণিজ্যিক সিদ্ধান্ত। এর সঙ্গে দলীয় রাজনীতির কোনো সম্পর্ক নাই।”

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ শুক্রবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পশ্চিমাঞ্চল থেকে দুই জোড়া ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। ভাড়া, সার্ভিস চার্জ ও অন্যান্য পাওনা পরিশোধ সাপেক্ষেই ট্রেন দুটি বরাদ্দ দেওয়া হয়েছে।”“কোনো ট্রেনের সাপ্তাহিক বন্ধ আছে কিনা; কিংবা ইঞ্জিনের ব্যবস্থা আছে কিনা— সব কিছু বিবেচনা করে মেকানিক্যাল বিভাগ থেকে ইতিবাচক সাড়া এলে এবং ট্রেন অপারেশন বিভাগ অনুমোদন দিলে আমরা সেটা দিই।”

ভাড়া কীভাবে নির্ধারণ করা হয়, বিডিনিউজের পক্ষে থেকে সেই প্রশ্ন করা হয়েছিল পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদকে।

জবাবে তিনি বলেন, “এটা অর্থ বিভাগ বলতে পারবে। তবে কোচ, অর্থাৎ আসনের ভিত্তিতে ভাড়াটা নির্ধারণ করা হয়।”

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, রাজশাহী ও ঢাকার মধ্যে চলাচলকারী মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন (শনিবার) বিশেষ ট্রেনটি পরিচালিত হবে।

ট্রেনটি শুক্রবার রাত ১টায় ঢাকার উদ্দেশে ছাড়বে। সমাবেশ শেষ করার পর শনিবার রাত সোয়া ৮টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাবে। 

ট্রেনটি পদ্মা সেতু হয়ে চলাচল করলেও এদিন যমুনা সেতু হয়ে চলাচল করবে। উভয়পথে ট্রেনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান ও সরদহ রোড স্টেশনে যাত্রাবিরতি করবে।

আরেকটি ট্রেন সকাল ৬টায় ছাড়বে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থেকে। সমাবেশ শেষ করে রাত ১১টা ৫৫ মিনিটে সেটি সিরাজগঞ্জে যাত্রা করবে। 

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো ‘জাতীয় সমাবেশ’ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। সমাবেশে দলের আমির শফিকুর রহমান ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

সর্বশেষ - প্রযুক্তি