রায়পুরা চরাঞ্চলে সেতু নির্মাণ, টেঁকসই বাঁধ ও প্রশাসনিক থানা ঘোষণার দাবীতে জনসমাবেশ।

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুগ যুগ ধরে হয়ে আসা রক্তক্ষয়ী ও মরননেশা টেঁটা যুদ্ধ বন্ধের দাবীতে এবার প্রতিজ্ঞা বদ্ধ হয়েছে চরাঞ্চলের সর্বস্তরের জনগন। চর এলাকায় মেঘনা সেতু নির্মাণ, ৬ ইউনিয়নের শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রশাসনিক থানা ঘোষনা ও বৈষম্যমুক্ত রায়পুরা গড়াসহ বিভিন্ন দাবিতে বিশাল জনসভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতৃবৃন্দরা ।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলার দক্ষিন শাখার আয়োজনে সমাবেশে দাবি উপস্থাপন করেন বৈষম্যমুক্ত রায়পুরা উন্নয়ন আন্দোলন সভাপতি ও জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব এর নির্বাহী পরিচালক মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান।

মাওলানা বদরুজ্জামান বলেন,’আমাদের নেতারা পরিকল্পিতভাবে চরাঞ্চলে ঝগড়া লাগিয়ে সুবিধা নেন। একদিকে লাশ পড়ে অন্যদিকে তারা হাতিয়ে নেন টাকা। টেঁটাযুদ্ধ, বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ চরাঞ্চলের নিত্য ঘটনা। আমরা এই অপসংস্কৃতি বন্ধ চাই । এর জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কেউ যেন আমাদের নিয়ে স্বার্থের খেলায় মেতে উঠতে না পারে, আমাদের সবাইকে এ জন্য সজাগ ও সচেতন হতে হবে। একতার মাধ্যমে আমাদের দাবি আদায় করব এবং চরাঞ্চলে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করব।’

ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা দক্ষিন শাখার সভাপতি মাওলানা লিয়াকত আলী সায়দাবাদীর সভাপতিত্বে জনসভায় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক বরকত উল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জামায়েত ইসলাম রায়পুরা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরার সাবেক সভাপতি আলহাজ্ব সামসুল ইসলাম, মেঘনা থানা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এডভোকেট জসিম উদ্দিন, জসিম উদ্দিন জাহাঙ্গীর, বশির আহমদ মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরার যুগ্ম সম্পাদক হাফেজ মাওলানা সাজেদুল্লাহ সায়েম, ইসলামী ছাত্র আন্দোলন নরসিংদী জেলা সভাপতি নূরে আলম সিদ্দিকী সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *