
কাশ্মীর উপত্যকা আবারও রক্তাক্ত। এক ভয়াবহ সশস্ত্র হামলায় অন্তত ২০ জন নিহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ভারতের জম্মু ও কাশ্মীরের দক্ষিণাঞ্চলে ঘটে যাওয়া এই হামলাটি পরিচালিত করেছে এক দুর্ধর্ষ জঙ্গি গোষ্ঠী, যাদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টার দিকে পুলওয়ামা জেলার এক গ্রামে আচমকা বন্দুকধারীরা হামলা চালায়। হামলার সময় স্থানীয় মানুষজন একটি মজমায় অংশ নিচ্ছিলেন। হঠাৎই চারদিক থেকে গুলি বর্ষণ শুরু হয়। নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দিলেও জঙ্গিরা ঘনবসতিপূর্ণ এলাকা ব্যবহার করে পালিয়ে যায়।
এখন পর্যন্ত ১২ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করা গেছে, তবে আশঙ্কা করা হচ্ছে নিহতের সংখ্যা ২০ ছাড়িয়ে যেতে পারে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দ্রুত চিকিৎসা সেবা দিতে হেলিকপ্টারে করে কয়েকজনকে শ্রীনগরের হাসপাতালে পাঠানো হয়েছে।
কাশ্মীরে গত কয়েকমাস ধরে শান্তিপূর্ণ পরিস্থিতি থাকলেও হঠাৎ করে এমন হামলা গোটা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে। ভারত সরকার দীর্ঘদিন ধরে কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযান চালালেও জঙ্গিগোষ্ঠীগুলোর সক্রিয়তা এখনও পুরোপুরি বন্ধ হয়নি।
বিশেষজ্ঞদের মতে, এই হামলা আসন্ন নির্বাচনের আগ মুহূর্তে পরিকল্পিতভাবে চালানো হতে পারে যাতে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে আবার উত্তেজনা তৈরি হয়। পাশাপাশি আন্তর্জাতিক দৃষ্টিও আকর্ষণ করার একটা উদ্দেশ্য থাকতে পারে।