20 Apr 2025, Sun

বিএসএফ কর্তৃক বাংলাদেশি যুবক আটক – পাটগ্রাম সীমান্তে উত্তেজনা

সীমান্ত ছবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে আজিনুর রহমান (২৪) নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। গত শুক্রবার বেলা ২টা থেকে ৩টার মধ্যে বাউরা ইউনিয়নের জমগ্রাম (ডাঙ্গাটারী) সীমান্তের মেইন পিলার ৮০১-এর সাবপিলার ১০-১১–এর পাশে এ ঘটনা ঘটে।

এর মাত্র দুদিন আগেই, ১৬ এপ্রিল, একই জেলার হাতীবান্ধা সীমান্তে হাসিবুল আলম (২৫) নামের আরেক বাংলাদেশি যুবক বিএসএফের গুলিতে নিহত হন। তাকে ভারতে নিয়ে গিয়ে এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু তিনি সেখানেই মারা যান। পরে ১৭ এপ্রিল রাতে তার মরদেহ বাংলাদেশে ফেরত দেওয়া হয়।

এই ধরনের ঘটনা বারবার ঘটায় সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সাধারণ কৃষিকর্মীরা পর্যন্ত এখন নিজেদের নিরাপদ মনে করছেন না।

স্থানীয়রা দাবি করেছেন, বাংলাদেশ সরকার যেন কূটনৈতিক পর্যায়ে কড়া প্রতিবাদ জানিয়ে দ্রুত আজিনুর রহমানকে ফিরিয়ে আনে এবং বিএসএফের আগ্রাসী আচরণের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *