19 Apr 2025, Sat

“ঢাকার সমাবেশ ইতিহাসের পাতায় লেখা থাকবে” — ফিলিস্তিনের রাষ্ট্রদূতের আবেগঘন বার্তা, ২০২৫

একটি শহরের হৃদয় যখন অন্য এক জাতির জন্য কেঁদে ওঠে—ঢাকার রাজপথে দেখা গেল ইতিহাসের সাক্ষর।

২০২৫ সালের এপ্রিল মাসের এক দুপুর। গরমে ঘাম ঝরছে, কিন্তু থেমে নেই ঢাকার মানুষের ঢল। হাজারো, না—লাখো মানুষ জড়ো হয়েছে ঢাকার রাজপথে। হাতে ফিলিস্তিনের পতাকা, মুখে একটাই দাবি—”গাজা গণহত্যা বন্ধ করো।”

এ যেন আর কোনো সাধারণ প্রতিবাদ নয়। এ এক মানবতার জাগরণ। বাংলাদেশের মানুষ আজ আর শুধু দর্শক নয়, তারা আজ কণ্ঠস্বর—এক নির্যাতিত জাতির পক্ষের কণ্ঠস্বর।

এই অসাধারণ মুহূর্তেই মঞ্চে উঠলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত। তাঁর চোখে জল, কণ্ঠে আবেগ।
তিনি বললেন:

“ঢাকার এই সমাবেশ ইতিহাসের পাতায় লেখা থাকবে। কারণ আজ আমি দেখলাম—বাংলাদেশ শুধু আমাদের বন্ধু নয়, আমাদের পরিবার।”

তারপর পুরো সমাবেশ নিস্তব্ধ। কেবল শোনা যাচ্ছে—”ফিলিস্তিন তুমি একা নও।”

Most Viewed Posts

Most Viewed Posts

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *