10 Apr 2025, Thu

ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট

প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, 

ঈদযাত্রায় সবচেয়ে দুর্ভোগের মধ্যে পড়ে উত্তরবঙ্গের মানুষ। এবারও যমুনা সেতুর ওপর একাধিক গাড়ি দুর্ঘটনা, বিকল এবং অতিরিক্ত যানবাহনের চাপে ১৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। যমুনা সেতু পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত এই যানজট দেখা দেয়।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে সেতুর ওপর তিনটি গাড়ি দুর্ঘটনার শিকার হয় এবং দুটি গাড়ি বিকল হয়ে যায়। পরে এসব গাড়ি সরিয়ে নিতে কিছুটা সময় লেগে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়যানজট নিরসনে রাতে ও সকালে দুই দফায় ঢাকাগামী যানবাহনগুলো সিরাজগঞ্জ প্রান্তে আটকে দিয়ে উভয় প্রান্তের ১৮টি বুথ দিয়ে টোল আদায় করা হয়।এদিকে গত শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৪৫ হাজার ৪৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২১ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *