10 Apr 2025, Thu

ঈদের সম্ভাব্য তারিখ নিয়ে যা জানাল সুপারকো

রহমত ও মাগফিরাত পেরিয়ে নাজাতের দশকে পবিত্র রমজান। চার দিকে চলছে নানা আলোচনা। রোজা ২৯ না ৩০ তা নিয়ে চলছে আলোচনা। এরইমধ্যে ইদুল ফিতরের সম্ভাব্য সময় জানিয়েছে স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো)। আসন্ন ঈদুল ফিতর আগামী সোমবার (৩১ মার্চ) অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বাংলাদেশে ১৪৪৬ হিজরি বা ২০২৫ সালের রমজান শুরু হবে আগামী ১ বা ২ মার্চ। আর সম্ভাব্য ঈদুল ফিতরের তারিখ ধরা হয়েছে ৩১ মার্চ বা ১ এপ্রিল।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *