10 Apr 2025, Thu

শেখ হাসিনাকে আসামি করে সাড়ে ৮০০ জনের বিরুদ্ধে মামলা

ধামরাইয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ধামরাই থানার সাবেক ওসিসহ ৩৪৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৪০০-৫০০ জনকে আসামি করে ধামরাই থানায় মামলা দায়ের করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে গুলি ও হামলার ঘটনায় গতকাল ধামরাই থানায় এ মামলা দায়ের করেন আন্দোলনে গুলিবিদ্ধ শরিফুল ইসলাম সুজন (২৮) নামে এক ব্যক্তি। তিনি সাভারের আশুলিয়া থানার খেজুরটেক এলাকার আব্দুর রশিদ প্রামানিকের ছেলে।

এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ধামরাই থানার সাবেক ওসি সিরাজুল ইসলাম শেখ ও  ঢাকা জেলা বিএনপির সভাপতি ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদকে আসামি করা হয়েছে।জানা গেছে, বর্তমানে সিরাজুল ইসলাম শেখ গাইবান্ধা পুলিশ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত আছেন।  

মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট ধামরাই থানাধীন ঢাকা-আরিচা মহাসড়কের থানারোড তিন রাস্তার মোড়ে মহাসড়কের উত্তরপাশে পাকা রাস্তার ওপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকালে সাবেক প্রধানমন্ত্রী শেথ হাসিনার নির্দেশে অন্যান্য আসামিরা অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করে। এতে অনেকে আহতসহ মামলার বাদী শরিফুল ইসলাম সুজনের বাম হাতের কবজি গুলি লেগে বাম হাতের হাড়সহ গুলি বের হয়ে মারাত্মক রক্তাক্ত জখম হন।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ধামরাই থানায় ৪টির মতো মামলা দায়ের করা হয়েছে।নতুন এ মামলায় সঠিক তদন্ত সাপেক্ষে অপরাধীদের গ্রেপ্তার করা হবে।২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন ওসি সিরাজুল ইসলাম শেখের নেতৃত্বে সকালে থানা বাস স্ট্যান্ড, ঢুলিভিটা, কালামপুর, আইঙ্গন মোড়, শরীফবাগ, সীমা সিনেমা হল মোড়সহ কয়েকটি এলাকায় গুলিবর্ষণ করে পুলিশ। এতে শরীফবাগ এলাকায় একজন নারী গুলিবিদ্ধ হন।

এ ছাড়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল ও কলেজ গেটে পুলিশের গুলিতে আহত হন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের এইচএসসি-২৫ ব্যাচের ছাত্র আফিকুল ইসলাম সাদ।মুমূর্ষু অবস্থায় তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৪ দিন পর (৮ আগস্ট) নিহত হন। এতে নিহত সাদের নানা বাদী হয়ে ধামরাই থানায় মামলা দায়ের করলেও তৎকালীন ওসি সিরাজুল ইসলামসহ কোনো পুলিশকে আসামি করা হয়নি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *