চট্টগ্রামে ইরফান হাসান মান্নান তানিম (৪০) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) চট্টগ্রামের কোতোয়ালী থানায় কাজির দেউড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তানিম চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। চট্টগ্রামের কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।ওসি আবদুল করিম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তানিমকে কাজির দেউড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে চট্টগ্রামের কোতোয়ালী থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছ। আসামীর বিরুদ্ধে বিস্তারিত তদন্ত অব্যাহত আছে।’